উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা’ সন্ত্রাসীদের গুলিতে ৩ জন গুলিবিদ্ধের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে হেড মাঝি (প্রধান নেতা) মোহাম্মদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে উখিয়ার কুতুপালংয়ে মধুরছরা আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) হেড মাঝি মোহাম্মদ হোসেন
পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় কথিত আরসা গ্রুপের অস্ত্রধারী একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
এ হামলায় কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) ডি-ব্লকের ব্যবস্থাপনা কমিটির হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিন জন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বিটিসি নিউজকে জানান, কথিত আরসা গ্রুপের সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংর্ঘষ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.