উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপ’র সংঘর্ষ, নিহত-২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন রোহিঙ্গা নিহত হয়েছে। আজ রবিবার (০৪ অক্টোবর) ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে কুতুপালংস্থ ক্যাম্প-২ ইস্ট থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

স্থানীয়রা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপে এমন ঘটনা নতুন নয়। এ ধরনের ছোট বড় ঘটনা প্রতিনিয়ত ঘটে।

উখিয়া থানার (ওসি) আহমেদ মন্জুর মোর্শেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, একটি গ্রুপের লোকজন অন্য গ্রুপের লোকদের হত্যা করেছে। ২ টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানা যায়নি।

কুতুপালং ক্যাম্পের আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনাযক আতিকুর রহমান ২ জনের নিহতের সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জাানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.