কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সরকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল- গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল অভিযানে নামে।
ক্যাম্পে তল্লাশি করে দিল বাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ ইয়াবা জব্দ করা হয়। আটক নারী মৃত আইয়ুব আলীর স্ত্রী। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক নং-ডি/১১ এর বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

















