উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলি জব্দ, রোহিঙ্গা ২ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দু’টি দেশীয় অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়। এঘটনায় রোহিঙ্গা দুই যুবককে আটক করা হয়েছে।
কক্সবাজার ও টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার থেকে বুধবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলো, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২০) ও ক্যাম্প-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিটিসি নিউজকে বলেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমার নেতৃত্বে উখিয়া থানা একটি টিম বুধবার বিকেলে কক্সবাজার ও টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে রামু এলাকা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.