উইঘুর মুসলিমদের ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলছে চীন

(উইঘুর মুসলিমদের ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলছে চীন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উইঘুর মুসলিমদের স্বজাতির বিরুদ্ধেই গুপ্তচর হিসেবে ব্যবহার করছে চীন সরকার। সম্প্রতি এ নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
ডয়চে ভেলের প্রতিবেদনে আইসা ইমিন নামের এক উইঘুর ব্যবসায়ীকে দেখানো হয়। যিনি চীনের জিনজিয়াংয়ে খাবারের ব্যবসা করতেন।
প্রতিবেদনটিতে আইসা ইমিন জানান, অনেক উইঘুরদের মতো তাকেও আটক করেছিলো চীনের সেনারা। তবে তিনি জানতেন না যে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে।
তবে শেষ পর্যন্ত চীনের সেনাদের পক্ষে কাজ করার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। তবে তখন তাকে নির্দিষ্টভাবে কিছু বলেনি চীনা সেনাবাহিনী। এর এক বছর পর তাকে আবার আটক করে। তখন তাকে তুরস্কে এক উইঘুর মুসলিমের ওপর নজরদারি করতে বলা হয়। ওই সময় দেশ ছাড়ার পর আর চীনে ফিরে যাননি ইমিন । কারণ তিনি চাননি যে তারা দ্বারা চীনের সেনারা লাভবান হোক।
এই ঘটনার পরে আইসা ইমিনের পাঁচ ভাইকে গ্রেফতার করা হয় এবং তার পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ নিয়ে ইমিন বলেন, আমরা সেখানে খারাপ ছিলাম না। আর্থিকভাবেও আমাদের সময় সেখানে ভালো কাটছিলো। পরে তুরস্ক থেকে জার্মানিতে গিয়ে আশ্রয় নেন ইমিন।এখন সেখানেই শরনার্থী হিসেবে থাকছেন ইমিন। (সূত্র: ডয়চে ভেলে) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.