ঈশ্বরদী বাঘইল আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রশংসা পত্রের নামে অতিরিক্ত অর্থ আদায় অভিযোগ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী বাঘইল আবুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রশংসা পত্রের নামে অতিরিক্ত অর্থ আদায়। এতে সাধারণ ছাত্র -ছাত্রীর অভিভাবকরা পড়েছে বিপাকে।
ঈশ্বরদী বাঘইল আবুল হোসেন উচ্চবিদ্যালয় ২০২১ সালে এসএসসি পরীক্ষা যে সব ছাত্র-ছাত্রী দিয়েছিল। তারা এই স্কুল থেকে প্রশংসা পত্র নিতে গেলেই ছাত্র-ছাত্রীদের নিকট হতে আদায় করা হচ্ছে ৫ ‘শ থেকে ১৫ ‘শ টাকা পর্যন্ত।
এসব অর্থ আদায়ের বিষয়ে সরেজমিনে ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তারা এসব বিষয়ে প্রধান শিক্ষকের নামে বিস্তার অভিযোগ করেন। প্রধান শিক্ষকের চাহিদা মোতাবেক টাকা না দিতে পারলে নানা মুখী হয়রানি শিকার হতে হয় বলে তারা অভিযোগে জানিয়েছেন।
এদিকে এসব বিষয়ে একজন গরীব অভিভাবক নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আমরা গরীব মানুষ কি করে এতো টাকা দিবো। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এব্যাপারে প্রধান শিক্ষক গোলাম হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন আমরা টাকা নিচ্ছি যে যেমন দিচ্ছে তেমনি নিচ্ছি। তবে ১০০ টাকা করে নেয়া হচ্ছে।
ঈশ্বরদী উপজেলা শিক্ষা একাডেমী সুপারভাইজার আরিফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, সরকারীভাবে কেউ টাকা নিতে পারেনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.