ঈশ্বরদী ইপিজেড’র নাকানো কোম্পানীর এডমিন অফিসারকে মারধর ও চাঁদা দাবী, মামলা দায়ের

(ছবি: ছাত্রলীগ নেতা সজিব)

ক্রাইম (পাবনারিপোর্টার: ঈশ্বরদী ইপিজেডে ‘নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের” ম্যানেজার (এইচ আর এ্যান্ড এডমিন) অফিসার মমিনুল ইসলামকে মারপিট ও তাঁর নিকট ৫০ হাজার চাঁদা দাবীতে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মমিনুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার (০২ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। তাঁর বাড়ি ঈশ্বরদী স্কুলপাড়ায়। তিনি ওই এলাকার মৃত: সাখাওয়াত মল্লিকের ছেলে।

মামলার আসামীরা হলেন: ঈশ্বরদী শহরের শেরশাহ রোড কাঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো: মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) ও চরমিরকামারী শাকরেগাড়ি এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে সাব্বির হোসেন (২৫)।

সাব্বির হোসেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর রাত ৮টায় সজিব মুঠোফোনে নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের এডমিন অফিসার মমিনুল ইসলামকে এস এম স্কুল এ্যান্ড কলেজের গেটের সামনে আসতে বলেন। মমিনুল ইসলাম সেখানে এলে নাকানো কোম্পানীতে ‘কারা ব্যবসা করেন’ তাদের নাম, ঠিকানা ও তালিকা দেখতে চান সজিব,নাঈম ও সাব্বির । এসব দিতে অস্বীকৃতি জানালে কথাকাটির এক পযায়ে মমিমুলকে মারধর ও ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসামীরা।

ঘটনার প্রায় এক মাস পর মামলা দায়ের প্রসঙ্গে মমিনুল ইসলাম এজাহারে উল্লেখ করেছেন মারধরে কারণে সে অসুস্থ ছিল এবং নাকানো কোম্পানীর উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরে বিলম্ব হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.