ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে পে-লোডারের ধাক্কায় প্রকৌশলী’র মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পে-লোডার গাড়ির ধাক্কায় কোনিরবায়েভ বায়ুরঝান (৩৬) নামে এক কাজাকিস্তান নাগরিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রকল্পের অভ্যস্তরে ১ম রিয়্যাক্টর ভবনের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত কাজাকিস্তানের নাগরিক ওই প্রকল্পে এক ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীতে কাজের জন্য ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। তিনি ইনস্টলার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পে-লোডার গাড়ি থেকে মালামাল নামানোর সময় এর ধাক্কায় আহত হন কোনিরবায়েভ। তাকে প্রথমে প্রকল্পের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ কাজাকিস্তান নাগরিকের মৃত্যুর বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.