ঈশ্বরদীতে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছূর-মুরগীর ঘর বিনা মূল্যে বিতারন  

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সুত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার (১৬ জুন) ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার প্রত্যান্তএলাকার হতদরিদ্রের মাঝে উন্নত জাতের বকনা বাছুর ও মুরগির ঘর দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্রীমতি মিতা সরকার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মহল হালদার ,প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবীবা আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাজমুল হোসাইন বলেন এই বকনা গুলোর কোন প্রকার অসুস্থ হলে তাৎক্ষণিক ভাবে আমাদের অফিসে যোগাযোগ করতে পরামর্শ দেন। বিনা মূল্যে তারা চিকিৎসার ব্যাবস্হা দিবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.