ঈশ্বরদীতে লবন নিয়ে উপজেলা প্রশাসনের মাইকিং


পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে লবণের মুল্যবৃদ্বির গুজবে কান না দেওয়ার জন্যে উপজেলা প্রশাসন শহরে মাইকিং করছেন। অfজ মঙ্গলবার অfনুমানিক বেলা ৩টার দিকে হঠাৎ গুজব ছড়ায় লবনের মুল্য বৃদ্বি হয়েছে। এই কথা প্রচার হলে বাজারে সাধারন মানুষের লবন ক্রয় করার হিড়িক পড়ে যায়। এমনকি কিছু অসৎ ব্যাবসায়ী বেশি মুনাফা অর্জনের জন্যে মজুদ দারি শুরু করে।

এখবর জানতে পেরে ঈশ্বরদী ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো:আনোয়ার হোসেন ফাঁড়ির একদল পুলিশ নিয়ে বাজারে বিভিন্ন রাস্তা থেকে অতিরিক্ত লবণ ক্রেতাদের কাছ থেকে লবণ আটক করতে থাকে। এসময় সাধারন মানুষ পুলিশের এমন অভিযানে ভূঁয়সী প্রশংসা করে। এবং মুহুর্তের মধ্যেই এই গুজব বন্ধ হয়ে যায়। এদিকে এই গুজবে কান না দেওয়ার জন্যে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু।

Comments are closed, but trackbacks and pingbacks are open.