ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ ওয়াগেন ডিপোর প্রাচীর না থাকার কারনে নিরাপত্তা হীনতায় রয়েছে

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে প্রথম শ্রেনীর রেলওয়ের ষ্টেশনের সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ ওয়াগেন ডিপোর, প্রাচীর না থাকার কারনে নিরাপক্তাহীনতায় রয়েছে অফিসটি।

খোজ খবর নিয়ে দেখা যায়। বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ ওয়াগেন ডিপোর, চার পাসে বৃটিশ আমলে নির্মিত বাউন্ডারী প্রাচীর ছিল।

বর্তমানে এই গুরুত্বপুর্ন অফিসটির প্রাচীর ভেঙ্গে গেছে। যার ফলে এখন এই অফিসের মধ্যে চলাচলের অভ্যায়ারন্যে পরিনত হয়েছে গরু,ছাগল ভেড়া সহ অন্যন্য জীব জানোয়ার, ও অনৈতিক মানুষের যাতায়াতের নিরাপরাদ স্থান শুধু তাই নয় অফিসের বাউন্ডারী প্রাচীর থেকে মাত্র দেড় শ গজ দুরে রয়েছ ঈশ্বরদী প্রথম শ্রেনীর রেলওয়ে ষ্টেশন। প্রতিদিন (২৪) ঘন্টায় ৩২ টি ট্রেন চলাচল করে। সেই সাথে রয়েছে মালবাহী ট্রেন। মাল বাহি ট্রেনের ইন্জিন থেকে তৈল চোরাকারবারিরা অনায়াসে তৈল পাচার করে এই স্থান দিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে বলে অভিযোগ আছে।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ ওয়াগেন ডিপো অফিসে রয়েছে রেলের গুরুত্বপুর্ন কাগজ পত্র। অফিসের অফিসার সহ প্রায় ৫০ জন শ্রমিক আছে। তাদের কাজের মুল্যবান যন্ত্রপাতি থাকে এখানে। প্রতিদিন (২৪) ঘন্টায় তিন শিপটে একজন করে নিরাপক্তা পাহারাদার নিয়োজিত থাকে। তাদের একার পক্ষে এতো বড় অফিসের পাহারা দেয়া সম্ভাব নয় বলে কেউ কেউ জানিয়েছেন।
এদিকে এমন অভিযোগ আছে বিশাল বড় এই প্রাচীরের ইট গুলো কে বা কারা খুলে নিয়েছে তাও সংশ্লিষ্ট দপ্তরের কেউ বলতে পারে নাই।

এ ব্যাপারে উর্দ্বতন উপসহকারী প্রকৌশলী ক্যারেজ এন্ড ওয়াগন, ডিপো অফিসে দলিল উদ্দিন আহমেদের সাথে কথা বললে তিনি বিটিসি নিউজকে বলেন এই অফিসের বিষয় আমি কোন খোঁজ রাখি না। কারন গাড়ী চালাতে আমার সময় শেষ। অফিসে কি হয় না হয় আমি বলতে পারবোনা। হাজার হাজার ইটের বাউন্ডারী প্রাচীরের ইট কোথায় আছে জানতে চাইলে তিনি বলেন সেটা আমার জানা নাই।

বিষয়টি রেলওয়ের উদ্বর্ক্তন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন অনেকেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.