ঈশ্বরদীতে বনলতা ট্রেনের ১২০ লিটার ডিজেল তৈল পাচার কালে আটক-১

ক্রাইম (পাবনারিপোর্টার: ঈশ্বরদীর রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির চীফ ইন্সপেক্টর নেতৃত্বে ভিজিল্যান্স টিমএর বিশেষ অভিযান পরিচালনা করে বনলতা ট্রেনের পাওয়ার কারের ইঞ্জিন হইতে পাচারকালে১২০ লিটার রেলওয়ের ডিজেল তৈল সহ ১ জনকে আটক করেছে ।

জানা গেছে,আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ১৭টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আঃ হাকিম পিতা আরফান আলী গ্রাম সিরামগাড়ী, লালপুর নাটোর কে ১২০ লিটার তৈল সহ ডহর শৈলা রেলগেইট থেকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা চৌকি সুত্রে জানা যায়, এ ই অভিযানে নেতৃত্ব দেন মোঃ ফিরোজ আহমেদ চীফ ইন্সপেক্টর, অস্ত্র শাখার সাব-ইন্সপেক্টর ওবায়দুর রহমান ও রেলওয়ের গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।

এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী চৌকিতে একটি মামলার প্রস্তুতি চলছে বলে অফিস সুত্র জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.