ঈশ্বরদীতে ওরশ মোবারক ঘিরে দোকান বরাদ্দ দেওয়ার নামে ব্যাপক চাঁদাবাজি’র অভিযোগ

ক্রাইম (পাবনারিপোর্টার: পাবনা ঈশ্বরদীর পার্কশী ফুরফুরা শরীফের ওরশ মোবারক ঘিরে আশেপাশে দোকান বরাদ্দ দেওয়ার নামে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

জানা গেছে, আগামী ১৯, ২০ ও ২১ তিন দিনের এই পবিত্র ওরশ মোবারক ঘিরে হাজার হাজার দোকান পশরা সাজিয়ে সাময়িক ভাবে গড়ে উঠতে শুরু করেছে। এর মধ্যেই সূযোগ সন্ধ্যানী অসাধু চিহ্নিত সমাজের কাছে ঘৃণিত প্রভাবশালী খ্যাত তাদের ছত্রছায়ায় এই হব চাঁদাবাজি হচ্ছে।

একাধিক সূত্র নিশ্চিত করেছে , চাঁদাবাজির ধরন বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে যেমন লেপ তোষখ, ফার্নিচার, হোটেল, লোহালক্কর সহ এক একরকম চাঁদার বরাদ্দ করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করে।

এই চাঁদাবাজি কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে। বিষয়টি প্রসাশনের নজর দারি জরুরী বলে ভুক্ত ভুগিরা দাবি করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.