ঈশ্বরদীতে এক গৃহবধূ সম্ভ্রম বাঁচাতে গিয়ে গণধর্ষণের শিকার , গ্রেপ্তার ২

পাবনা প্রতিনিধি: গতকাল বুধবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী উপজেলায় নিজের সম্ভ্রম রক্ষার জন্য বাড়ির মালিকের কাছে আকুতি জানিয়েছিলেন এক নারী। ওই ব্যক্তি সহযোগিতা তো করলেনই না , বরং বখাটেকে প্রশ্রয় দিয়ে ওই নারীকে গণধর্ষণ করেছেন।

এতে জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন, বাড়ির মালিক হলেন আবদুল আজিত (৪৮) ও মো. সাকিব ইসলাম (২৮)।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিকল্পিতভাবে গৃহবধূকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

পুলিশ জানান , মাসখানেক আগে আবদুল আজিতের বাড়িতে দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ধর্ষণের শিকার গৃহবধূ।

তার স্বামী সৌদিপ্রবাসী হওয়ায় ছেলেকে নিয়ে এখানে থাকতেন।

বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে সাকিব বিভিন্ন সময় তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। প্রায়ই তাকে বাজে ইঙ্গিত দিতেন।

গত মঙ্গলবার ঘটনার দিন সন্ধ্যার পর থেকে সাকিব মুঠোফোনে, ঘরের জানালা দিয়ে খুব বেশি উত্ত্যক্ত করতে থাকেন।

এতে ভয় পেয়ে আত্মরক্ষা ও সম্ভ্রম বাঁচাতে বাড়ির মালিক আবদুল আজিতের কাছে যান তিনি।

এ সময় আবদুল আজিত তাকে অভয় দিয়ে বিষয়টি দেখার কথা বলেন। পরে তিনি ওই গৃহবধূকে ঘরের বাইরে আসতে বলেন। তিনি বাইরে এলে আজিত ও সাকিব কাপড় দিয়ে মুখ বেঁধে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে দেখে নেবেন বলে বাড়ির মালিক হুমকি দেন বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

ছাড়া পাওয়ার পর রাতেই নিজের ভাইকে ঘটনা খুলে বলেন তিনি। পরে গতকাল বুধবার রাতে ভাইকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন গৃহবধূ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিটিসি নিউজকে বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার নারী-শিশু নির্যাতন দমন আইনে আবদুল আজিত ও সাকিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়।

রাত একটার পর অভিযান চালিয়ে বাঘইল ঠাকুরপাড়ার বাড়ি থেকে আজিত ও সাকিবকে গ্রেপ্তার করা হয়।

সাকিব আজিতের সহযোগী, এলাকায় তিনি বখাটে হিসেবে পরিচিত। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.