ঈশপ প্রকাশনা উৎসবে সাহিত্য সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল ৭ জুলাই রোববার ভারতবর্ষের কলকাতায় রবীন্দ্রসদন অবনীন্দ্র সভাগৃহে ঈশপ প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত হল প্রকাশনা উৎসব, আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির পদ অলঙ্কৃত করেছেন বিশিষ্ট কবি শ্রী ঋজুরেখ চক্রবর্তী, বিশিষ্ট ঔপন্যাসিক শ্রী অজিতেশ নাগ, বিশিষ্ট কবি ও বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, সাংবাদিক লোকমান হোসেন পলা (বাংলাদেশ), বিশিষ্ট অধ্যাপক ও কবি ডঃ অঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাচিকশিল্পী শ্রী সৌমিত্র ঘোষ, কবি রেহান কৌশিক এবং বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়। ছিল প্রবাসী কবি নন্দিনী মুখোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি।

অনুষ্ঠানে ঈশপ প্রকাশনী থেকে মোট ১৫ টি কাব্যগ্রন্থ , সংকলন ও দুটি পত্রিকা প্রকাশ পায়। অনুষ্ঠানে ঈশপ সাহিত্য সম্মান ২০১৯ প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিকদের।  বিশিষ্ট অতিথিদের আলোচনা অনুষ্ঠানে সাহিত্যের সামৃদ্ধ বাতাবরণ তৈরি করে। এবং প্রায় সত্তর জন কবি ও বাচিকশিল্পীর কবিতাপাঠ ও আবৃত্তিতে অনুষ্ঠান প্রাণময় হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান আয়োজনে ছিলেন ঈশপ প্রকাশনীর কর্ণধার শ্রী অর্ক পাঠক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনন্যা চক্রবর্তী এবং গার্গী মুখোপাধ্যায় এবং প্রয়োগ, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট কবি ও সঙ্গীতশিল্পী শাশ্বতী ভট্টাচার্য।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.