ঈদ, স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমায় ছাড় এবং শিক্ষক দিবস থেকে একদিন অন্তর স্কুল- কলেজে ক্লাস শুরু হতে পারে- মুখ্যমন্ত্রী 

কলকাতা প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, ৩১ অগাস্ট পর্যন্ত ২ দিন করে লকডাউন জারি থাকবে ৷ পাশাপাশি ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে ৷ পরিস্থিতি বদলালে ৫ সেপ্টেম্বর খোলার পরিকল্পনা রয়েছে ৷ 

করোনা পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কছু সিদ্ধান্ত জানান আজ ৷ অগাস্ট মাসের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে।
অর্থাৎ ১ তারিখ ঈদ উল আযহা, ৩ অগাস্ট রাখী পূর্ণিমা এবং ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন লকডাউন হচ্ছে না ৷ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেপ্টেম্বরে লকডাউন করা হবে কিনা ৷ এই পর্যায়ে শনি এবং রবিবার গুলিকে লকডাউনের আওতায় ফেলা হয়েছে৷
পরিস্থিতির উন্নতি হলে কবে থেকে স্কুল, কলেজ খুলবে তা ৩১ অগাস্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে ৷
আগামী ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন ৷ পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে শিক্ষক দিবস থেকেই একদিন অন্তর পুজোর আগে একমাস স্কুল-কলেজ গুলিতে ক্লাস শুরু করার অনুমতি দেওয়া হতে পারে, এমনটাই জানান হয়েছে ৷
ইতিমধ্যেই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় ভর্তি প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.