ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বাসিকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।
নাজনীন রহমান  বলেন, উপজেলার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
নাজনীন রহমান  ঈদ-উল আযহা উপলক্ষে বলেন, আমি বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিনে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্-এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সম্বৃদ্ধি কামনা করছি।
তিনি আরোও বলেন, আমরা যেনো প্রতীকি পশু কোরবানীর সাথে অন্তরের পশুত্বকেও কোরবানী দিতে পারি। কারণ- ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান তিনি।
কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।
ঈদ উল আজহায় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.