ঈদ উপলক্ষে গাঁজা মজুদ করছিলেন তারা, গ্রেফতার-৫

ময়মনসিংহ ব্যুরো: ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দরে মাদক কিনে মজুদ করছে ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু বিক্রেতা। বিষয়টি জানতে পেরে মাদক বিক্রেতাদের হাতে-নাতে ধরতে আলাদা ভাবে অভিযান চালায় ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম।
এ অভিযানে পাঁচ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতাররা হলেন: আব্দুল শাহেদ (৩২), মোবারক হোসেন (২৬), বাবুল মুন্সী (৩২), দারা মিয়া (৪৩) ও লিটন মিয়া ওরফে হাবিবুল্লাহ (৩৩)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা, ৫০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোর্পদ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.