ঈদের ভাষণে প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি খামেনির

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রমজান মাসে গাজায় ‘অপরাধের’ জন্য ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর নিন্দা জানিয়ে এবারের ঈদুল ফিতরের ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
গাজায় যুদ্ধে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, বিপুল জনতা এখন ‘আমেরিকার মৃত্যু হোক’ বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে, এর মানে- মনে হয় তারা আমাদের মাটিতে হামলা করেছে।
এদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ হিব্রু ও ফার্সি ভাষায় এক্স পোস্টে খামেনির প্রতিক্রিয়ায় লিখেছেন, ইরান যদি তার নিজের ভূখণ্ড থেকে আক্রমণ করে, তবে ইসরায়েল জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে।
গত ১ এপ্রিল দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডাররা নিহত হওয়ার পর থেকে খামেনি এবং ইরানের অন্যান্য শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.