বিটিসি নিউজ ডেস্ক: ঈদের কেনাকাটার জন্য অনেকেই এসেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে। রাজধানীর বনানী থেকে আসা এমনই একজন আফরোজা আকতার। তিনি তার ছোট ছেলে ও বোনকে নিয়ে এসেছেন ঈদ কেনাকাটা করতে।
আফরোজা বলেন, বাইরে অনেক রোদ। অন্য কোনো স্থানে কেনাকাটা করতে বেড় হলে রোদে পুরতে হতো। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে হতো। কিন্তু যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করতে এসে কোনো ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে না। একই স্থানে হাতের কাছে সবকিছু পাওয়া যায়।
ছাড়া দেশি-বিদেশি সব ব্র্যান্ডের সমাহার যমুনা ফিউচার পার্ক। সুবিশাল জায়গায় চলাচল থেকে শুরু করে এখানকার সব শোরুমের বিশাল স্পেসে কেনাকাটা করতে মজাই আলাদা। সঙ্গে এই মার্কেটের রয়েছে ফুডকোর্ট। যেখানে বাহারি খাবারের আয়োজন। তাই আজ দিনভর কেনাকাটা করে একেবারে ইফতার খেয়ে বাড়ি ফিরব।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে দেখা গেছে, উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা তাদের ক্রয়ক্ষমতার মধ্যে পছন্দের পণ্যটি কেনার জন্য হন্যে হয়ে খুঁজছেন মার্কেটের এ প্রান্ত থেকে ওই প্রান্ত।
শোরুম অথবা এক ফ্লোর থেকে আরেক ফ্লোর। বিক্রেতারও ব্যস্ততা বিক্রিতে। কেনাকাটাও হচ্ছে দেদার। এছাড়া সারা দিন রোজা রেখে ঈদ কেনাকাটায় ক্লান্ত শরীর নিয়ে ক্রেতাদের শপিংমলের ফুডকোর্টে ইফতারের জন্য ভিড় করতে দেখা গেছে।
এছাড়া বিদেশি ব্র্যান্ডের পোশাকও পাওয়া যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শপিংমলের সার্বিক নিরাপত্তার কারণে ক্রেতারা নিশ্চিন্তে কেনাকাটা করছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.