ইয়েমেনে ৩ লাখ ৭৭ হাজার লোক মৃত্যুঝুঁকিতে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ গত সাত বছরের যুদ্ধে ইয়েমেনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তিন লাখ ৭৭ হাজার লোক মারা যাবে। ইয়েমেন যুদ্ধকে প্রায়ই বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের একটি সংস্থার রিপোর্টে এ কথা বলা হয়েছে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির খবরে বলা হয়েছে, এর প্রায় ৬০ শতাংশ লোক মারা যাবে নিরাপদ পানির ঘাটতি, ক্ষুধা ও রোগের মতো অপ্রত্যক্ষ কারণে । সরাসরি যুদ্ধে মারা যাবে দেড় লাখেরও বেশি লোক। অপ্রত্যক্ষ কারণে যারা মার যাবে তাদের অধিকাংশই শিশু। পুষ্টিহীনতা এর অন্যতম কারণ।
ইরান সমর্থিত হুতি যোদ্ধারা রাজধানী সানা দখলে নেয়ার পর ২০১৫ সালের প্রথম দিকে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটির উন্নয়নে এর মারাত্মক প্রভাব পড়েছে বলে জাতিসংঘের এ রিপোর্টে বলা হয়।
অব্যাহত যুদ্ধের ভবিষ্যৎ প্রভাব বর্ণনা করতে গিয়ে সংস্থাটি বলছে, ২০৩০ সাল নাগাদ এ যুদ্ধে ১৩ লাখ লোক মারা যাবে। তবে, যদি যুদ্ধ বন্ধ করা যায় তাহলে ২০৫০ সাল নাগাদ দেশটিকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। কিন্তু পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.