ইয়েমেনের সানায় সৌদি জোটের দফায় দফায় বিমান হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক:  ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের দফায় দফায় বিমান হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বাড়িঘর ও বিদ্যালয়ে চালানো ওই হামলায় নারী , শিশু এবং শিক্ষার্থীও রয়েছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত সানার স্বাস্থ্য মন্ত্রণালয় জানান , এতে আহত হয়েছে অন্তত ৩৯ জন। তবে স্থানীয়দের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানান , গতকাল রোববারের  হামলায় ৭ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে।

আহত হয় শতাধিক ইয়েমেনি। অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালোনো হয়েছে বলে জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। ওই এলাকায় বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে সৌদি জোট।

২০১৪ সালে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে বিদ্রোহীরা। পরের বছরের মার্চে বিদ্রোহীদের উৎখাতে অভিযানে নামে হাদির মিত্র সৌদ আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বিদ্রোহী ও জোটের পাল্টপাল্টি হামলায় ৬০ হাজার মানুষ হতাহত হয়। দুর্ভিক্ষের কবলে দেশটির আড়াই কোটি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ ইয়েমেনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.