BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইস্তাম্বুলের ব্লু মসজিদ ঘুরে দেখলেন পোপ লিও

ইস্তাম্বুলের ব্লু মসজিদ ঘুরে দেখলেন পোপ লিও

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের তুরস্ক সফরে ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদ ঘুরে দেখেছেন ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ লিও। শ্রদ্ধার প্রতীক হিসেবে জুতা খুলে মসজিদে প্রবেশ করলেও সেখানে তাকে প্রার্থনা করতে দেখা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৯ নভেম্বর) ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদে পরিদর্শনে যান পোপ লিও। সম্মানের প্রতীক হিসেবে জুতো খুলে প্রবেশ করলেও পোপকে মসজিদে প্রার্থনা করতে দেখা যায়নি।

ইস্তাম্বুলের ইমাম এবং মুফতির নেতৃত্বে পোপ প্রায় ১০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এই বিশাল কমপ্লেক্সটি ঘুরে দেখেন। সাদা মোজা পরিহিত পোপ ২০ মিনিটের এই পরিদর্শনের সময় হাসিমুখে ছিলেন। এসময় মসজিদের প্রধান মুয়াজ্জিনও তাদের সঙ্গে ছিলেন।

রয়টার্স বলছে, পোপের এই পরিদর্শনের বিষয়টি নিয়ে বিস্মিত হয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। কারণ তুরস্কের রাষ্ট্র-পরিচালিত ধর্মীয় সংস্থা ‘দিয়ানত’ পোপকে মসজিদ পরিদর্শনের জন্য অভ্যর্থনা জানায়নি।

তবে পরিদর্শনের ঘণ্টা তিনেক পর ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, অভ্যর্থনা ও প্রার্থনা দুটোই হয়েছে। ভ্যাটিকানের প্রেস অফিস পরে স্বীকার করে, বিবৃতিটি ভুলবশত পাঠানো হয়েছিল।

ব্লু মসজিদের মুয়াজ্জিন আসকিন মুসা তুঙ্কা সাংবাদিকদের জানান, পরিদর্শনের সময় তিনি পোপকে এক মুহূর্তের জন্য প্রার্থনা করতে চান কিনা জিজ্ঞাসা করেছিলেন। কিন্তু পোপ জানান, তিনি শুধু মসজিদটি দেখতেই বেশি আগ্রহী। ভ্যাটিকানও পরে এক বিবৃতিতে জানায়, পোপ গভীর সম্মান নিয়ে এই পরিদর্শন করেন।

ব্লু মসজিদ পরিদর্শনে গেলেও সেই মসজিদের কাছাকাছি  খ্রিস্টানদের একসময়ের গুরুত্বপূর্ণ উপাসনালয় আয়া সোফিয়ায় যাননি পোপ। ২০২০ সালে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মে মাসে পোপ হওয়ার পর এটি ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপের প্রথম বিদেশ সফর। তুরস্ক সফর শেষে পোপের লেবানন যাওয়ার কথা রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ