ইসিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়ে ঐক্যফ্রন্টের স্মারকলিপি

ঢাকা প্রতিনিধিজাতীয় ঐক্যফ্রন্ট ভোটের ফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন। এছাড়াও স্মারকলিপিতে নির্বাচনে কারচুপি, মামলা ও গ্রেপ্তার বিষয়ে এলাকাভিত্তিক তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে। নির্বাচনে জয়ী ঐক্যফ্রন্ট নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ারও ঘোষণা দিয়েছেন।

একাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, প্রসাশনসহ নির্বাচন কর্মকর্তারা পক্ষপাত ছিলো, গায়েবি মামলায় প্রার্থীদের হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে এমন অসংখ্য অভিযোগে তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন ঐক্যফ্রন্ট নেতারা।

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে যোগ দেন বিভিন্ন আসনে ঐক্যফ্রন্টের ব্যনারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। দুই শতাধীক প্রার্থী নিজ নিজ মতামত তুলে ধরেন। তাদের সবার মতামতের ভিত্তিতে, নিজ নিজ এলাকার নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, ভোটের ফল প্রত্যাখান করার পর ঐক্যফ্রন্টের বিজয়ী ৭ প্রার্থীর শপথ নেয়ার কোন সুযোগ নেই।

নির্দলীয় সরকারের অধীনে পুর্ননির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের পরবর্তী করণীয় শিগগরিই বৈঠক করে ঠিক করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.