ইসিতে খালেদার আপিলের রায় স্থগিত

ঢাকা প্রতিনিধি: আজ শনিবার বিএনপি চেয়ারপাসনের তিনটি আপিল আবেদনের রায় স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ  নির্বাচন ভবনের ১১ তলায় স্থাপিত অস্থায়ী এজলাসে শুনানির পর এ সিদ্ধান্ত হয়। এদিন দুপুর ১২টা ৩৮ মিনিট থেকে ২২ মিনিট এ শুনানি চলে।

শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্কের পর নির্বাচন কমিশন রায় স্থগিত করেছে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন পর্যালোচনা করে পরবর্তীতে রায় দেবেন।

খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নাল আবেদীনসহ অন্যরা অংশ নেন।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.