ইসিতে আপিলের শেষ আজ, কাল শুনানি

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। এদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন।

গত দুদিনে মোট ৩১৮টি আপিল করেছেন প্রার্থীরা। আজ বুধবার আপিলের শেষ দিন। সব মিলিয়ে আপিলের সংখ্যা সাড়ে চারশর বেশি হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর আগামীকাল ৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে আপিলের শুনানি। চলবে শনিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে নির্বাচন ভবনের ১১ তলায় শুনানির জন্য ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

আবেদন শুনানির পর ইসির সিদ্ধান্ত মনমতো না হলে সংশ্লিষ্ট প্রার্থী বিষয়টির প্রতিকার চেয়ে হাইকোর্টে যেতে পারবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তাঁদের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।

জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.