ইসলামের খেদমতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার : পলক

 

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষের পুরনো দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে পূরণ হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের কল্যাণে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ও আলেম সমাজের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে ’আসন্ন জাতীয় একাদশ তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নাটোরের সিংড়ায় উপজেলার আলেম সমাজের সাথে মতবিনিময় কালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেন।।

আজ সোমবার সকালে প্রতিমন্ত্রীর সিংড়াস্থ বাসভবনে মতবিনিময় সভায় উপজেলা ওলামা লীগের সভাপতি আঃ শাকুর, সহ সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, পৌর ওলামা লীগের সভাপতি ইদ্রিস আলী সুমন, সাধারণ সম্পাদক নূর আলম সহ পৌর ও উপজেলা ওলামালীগের দুই শতাধিক নেতাকর্মী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি মোঃ নাসিম উদ্দীন নাসিম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.