ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিসে দূধর্ষ চুরি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সাব রেজিস্ট্রার অফিসের এজলাস কক্ষ, নকল অফিস কক্ষ ও খাস কামরায় আলমারি ও লকারের তালা ভাঙচুর, দলিলপত্রসহ বিভিন্ন নথি তছনছ ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) গভীররাতে পুরাতন কোর্ট ভবন উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা  সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সাব রেজিস্ট্রার অফিসের প্রধান দরজার গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে। এজলাস অফিস কক্ষ ও খাস কামরার ৭টি আলমারি ও ১০টি লকারের তালা ভেঙে গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র তছনছ করা হয়।
উপজেলা সাব রেজিস্ট্রার আয়শা সিদ্দীকা বিটিসি নিউজকে বলেন, কি কি চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সব কিছু গোছানোর পর জানা যাবে কোন দলিল চুরি হয়েছে কি না। তবে অফিস কক্ষের একটি ল্যাপটপ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, নৈশপ্রহরী থাকার পরও কিভাবে চুরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত বলেন, ঘটনার স্থলে পুলিশ গিয়েছে। তবে এখনো অভিযোগ পায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.