ইসলামপুর মহিলা ও যুব মহিলা লীগের ইফতার মাহফিল


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১এপ্রিল) আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা পারভীন লিপি’র সৌজন্যে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামান আব্দুন নাসের, সাবেক সহ সভাপতি মজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ আব্দুল নাসের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক, সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি আবিদা আক্তার যুথী, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি,জেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রকিবুল হাসান রাসু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিয়া।
এতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.