ইসলামপুর ধর্ম প্রতিমন্ত্রীর নির্মিত বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ৪টি স্কুলের একাডেমিক ভবনসহ নির্মিত বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
রবিবার উপজেলার দক্ষিন চিনাডুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডেপরাইপ্যাচ সরকারী প্রাঃ বিদ্যালয়, শশারিয়াবাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয় ও ইসলামপুর মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের একাডেমিক ভবনসহ মলমগঞ্জ বাজারসেড ঘর নির্মান শুভ উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। এ সময় তিনি চলমান উন্নয়ন ধরে রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।
জানাগেছে,পিইডিপি প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নে,এলজিইডি তত্ত্বাবধানে প্রতিটি একাডেমিক ভবন প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধিন,আঃ রাজ্জাক লাল মিয়া,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, চেয়ানম্যান ইফতেখার আলম বাবুলসহ স্থানীয় আওয়ামী লীগ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.