ইসলামপুরে ৯৭ ব্যাচ বেডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: খেলাধুলা বাড়ায় বল,মাদক ছেড়ে খেলতে চল এই আলোকে জামালপুরের ইসলামপুরে ৯৭ ব্যাচ বেডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে আমজাদ সুজন ও রকিব দলকে হারিয়ে নাহিদ,মাসুম ঢালী দল চ্যাম্পিয়ন হয়।
৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার আয়োজনে ইসলামপুর নেকজাহান মডেল স্কুল মাঠে শুক্রবার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র আঃ কাদের শেখ।
৯৭ ব্যাচ কল্যাণ সংস্থার সভাপতি আমজাদ সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নেকজাহান মডেল স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী,শিপন মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
কল্যান সংস্থার সদস্যদের নিয়ে ৮টি দলকে চারটি গ্রুপে ভাগ করে লিগভিত্তিক এ টুর্নামেন্ট গত ২২ জানুয়ারি শুরু হয়। আনন্দঘন খেলাটি কল্যান সংস্থার সদস্য পরিবার সহ দর্শকরা উপভোগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.