ইসলামপুরে সাবেক অধ্যক্ষের যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর জে.জে.কে.এম.গার্লস হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম পুনরায় যোগদানের প্রচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সচেতন নাগরিক ও ছাত্রসমাজ ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
পরে ওই প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষিকা শাফিয়া খাতুন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন,অষ্টম শ্রেণির শিক্ষার্থী রৌদশী আক্তার ও শিরিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম নারীলোভী ও চরিত্রহীন ব্যক্তি। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে তিনি এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে আপত্তিকর অবস্থায় আটক হয়েছিলেন। ওই সময় জিআরপি পুলিশ তাকে একটি কেবিন থেকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে।
পুলিশের উপস্থিতিতেই তিনি ব্যবহৃত কনডম গিলে ফেলার চেষ্টা করেন, পরে তা উদ্ধার করা হয়।
বক্তারা আরও বলেন, এমন ব্যক্তিকে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় যোগদান করালে নারী শিক্ষা ধংসের দিক ধাবিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.