ইসলামপুরে শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী পেল দুস্থশিশুরা


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দুস্থশিশুদের মাঝে শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা চরগোয়ালীনি ইউনিয়নের আদর্শ গ্রামের দুস্থশিশুদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের পক্ষথেকে আদর্শ গ্রামে ১৫০জন শিশুর মাঝে জনপ্রতি গুড়োদুধসহ ২কেজি প্যাকেট দেওয়া হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,চর গোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুবক্স মোল্লা,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.