ইসলামপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। মলমগঞ্জ ফুটবল একাদশের আয়োজিত গতকাল (শুক্রবার) স্থানীয় মলমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের উদ্বোধন করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া,ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ,চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু,আঃ মালেক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামে গুঠাইল একাদশ ও বকসিগঞ্জ একাদশ। টূর্ণামেন্টে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার ১২টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.