ইসলামপুরে লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: সারা দেশের ন্যায় জামালপুরে ইসলামপুর সরকারী নেকজাহান মডেল হাইস্কুলের ২০২১ শিক্ষাবর্ষে ভর্থি পরীক্ষার পরীবর্তে প্রথম বারের মত লটারি মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল গত সোমবার আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার,একাডেমী সুপারভাইজার মামুনুর রশীদ, সহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবক ও সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ২৪০ শিক্ষার্থী লটারীর মাধ্যমে বিজয়ী হয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি সুযোগ পায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমজান আলী জানান- লটারির ফল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.