ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি, ৫ হাজার মানুষ পানি বন্ধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে যমুনা ও ব্রক্ষপুত্র নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় জামালপুরের ইসলামপুরে ৮ ইউনিয়নের নিম্নাঞ্চলের ৫হাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর পৌর এলাকার নিম্নাঞ্চল, ইসলামপুর সদরসহ উপজেলার পশ্চিমাঞ্চলের নোয়ারপাড়া, সাপধরী, চিনাডুলী, বেলগাছা, কুলকান্দি, পাথর্শীসহ ৮টি ইউনিয়নে বন্যায় পানি উঠেছে।
এতে ১৫শত হেক্টর রোপা আমন ধান,বিভিন্ন ফসলি জমি নিমজ্জিত হয়েছে। তলিয়ে গেছে বীজতলা। বন্যা কবলিত এলাকার প্রায় ৫হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
সংকট দেখা দিচ্ছে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও  গো খাদ্যের।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বিটিসি নিউজকে জানান, উপজেলার বন্যা কবলিত ৮ ইউনিয়নের জন্য ২৫মেঃ টন ত্রাণের চাল বরাদ্ধ পাওয়া গেছে,যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.