ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলে প্রশাসনে উন্নয়নমূলক কাজ পরিদর্শন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচী, টিআর, কাবিখা, কাবিটা, ব্রীজসহ উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী যমুনার দূর্গম চরাঞ্চলের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র নির্দেশক্রমে কর্মসংস্থান কর্মসূচী,টিআর,কাবিখা,কাবিটা, ব্রীজ,শিক্ষা প্রতিষ্ঠান নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা প্রকৌশলী আমিনুল হক, সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
উপজেলা পরিষদ চেয়ারম্যান  জানান-ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র নির্দেশক্রমে, যমুনার দূর্গম চরাঞ্চল এলাকার আরো উন্নয়নের স্বার্থে  প্রকল্পগুলো পরিদর্শন করছি। উন্নয়নের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.