ইসলামপুরে মামলার বাদীকে তুলে নিয়ে নির্যাতন, ৯৯৯ ফোনে রক্ষা !

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত জেরধরে থানায় মামলা করার দায়ে বাদীকে তুলে নিয়ে শারিরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ ভায়ের বিরুদ্ধে। ৯৯৯ ফোন দিয়ে প্রাণে রক্ষা ভুক্তভোগী।
শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার চরপুটিমারী ইউনিয়নে চিনারচর আলী আকবরের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ার হোসেন ওই গ্রামের হানিফ বেপারির ছেলে।
স্থানীয় ভুষন মোল্লা, আছু মিয়া, ফেদু মিয়া বলেন, আনোয়ার হোসেন ও তার সৎ ভাইয়ের সাথে দীর্ঘদিন হতে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২৭ অক্টোব সৎ ভাই হানিফ বেপারি গংরা জমিতে গেলে দু-দলের মধ্যে সংঘর্ষে হয়। এতে আনোয়ার হোসেনের পক্ষের একজজন আহত হয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এতে ক্ষুব্ধ হয়ে হানিফ বেপারি গংরা আনোয়ার হোসেনকে স্থানীয় চিনারচর বাজার থেকে তুলে নিয়ে আলী আকবরের ঘরে আটকিয়ে তাকে শারিরিক নির্যাতন চালায়। নিরুপায় হয়ে আনোয়ারের ভাই ৯৯৯ ফোন দিলে, পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে।পরে স্বজনরা তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত আনোয়ার হোসেন বলেন,আইনের আশ্রয় নেওয়ায় তারা আমাকে বাজার থেকে তুলে নিয়ে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরেছে। সময় মত পুলিশ না এলে আমাকে তারা মেরেই ফেলতো।
ডিগ্রীরচর তদন্ত কেন্দ্র কর্মকর্তা মাঈদুল হাছান বিটিসি নিউজকে বলেন, ৯৯৯ ফোনের মাধ্যমে আমরা জানতে পেরে তড়িৎ গতিতে ঘটনাস্থলে লোক পাঠিয়ে তাকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.