ইসলামপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ সামাজিক আন্দোলন ও কর্ম পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীন হাসান রুমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরে মুস্তাফিজ রহমান সঞ্চালনায় এছাড়াও ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,আবু নাছের চৌধুরী চার্লেস,অফিসার ইনচার্জ মাজেদুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক,জনপ্রতিনিধি,ঈমাম,এনজিও প্রতিনিধি,তৃতীয় লিঙ্গ প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.