ইসলামপুরে ভিটামিন এ ক্যাম্পেইনের পরিকল্পনা সভা


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যু ঝুঁকি কমান এই আলোকে জামালপুরের ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাএএএম আবু তাহেরের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল।
তিনি বলেন, আগামী ৫ জুন আমরা উৎসব মুখর পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করবো। এ লক্ষে সবার সহযোগিতা কামনা করছি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম। অন্যানের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে শিক্ষক,সাংবাদিক,বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আগামি ৫জুন একটি পৌরসভা ও উপজেলার বারটি ইউপি একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। ১৯জুন পর্যন্ত কার্যক্রম চলবে। এতে প্রায় ৫৮হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.