ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ১৫টি পূজা মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয়া দুর্গাপূজা। মহালয়ের মধ্যে দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী পূজা হতে শ্রী শ্রী দুর্গামাতার নিত্য পূজার্চ্চনা শুরু করা হবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হরিসভা পূজা মন্ডপে, নিজের সন্তানের মতো অতি ভালবাসায় মাটি দিয়ে তৈরি করছেন দুর্গা, লক্ষ্মী, স্বরস্বতী, কার্তিক, গণেশ, অসুর মহিষ, সিংহের মৃন্ময় ও শিবের মূর্তি। প্রতিবারের তুলনায় এবারেও বিভিন্ন জায়গায় দেখা যায় নতুনত্ব। এবারে প্রতিমা তৈরিতে রয়েছে বৈচিত্রের ছোয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলায় গোবিন্দবাড়ী পূজা মন্ডপ, পুদ্দারবাড়ী পূজা মন্ডপ, সেনবাড়ী পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, কাসারী পাড়া পূজা মন্ডপ, কামার পাড়া পূজা মন্ডপ, ইংলিশ পট্টি পূজা মন্ডপসহ পৌর শহর ও উপজেলায় ১৫টি পূজা মন্ডপে দুর্গোৎসব উৎযাপিত হতে যাচ্ছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার দত্ত লিখিত বার্তায় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। নিরাপত্তার জন্য পূজা মন্ডপে প্রশাসনের সাথে মত বিনিময় হয়েছে বলেও জানান।
ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক মোবাইল টিম টহল থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মন্ডপে সর্বক্ষণিক খোঁজ খবর রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) তৌহিদুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্যে সজাগ দৃষ্টি রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রতিটি মন্ডপে। প্রত্যেক পূজা মন্ডপে সেচ্ছা সেবক ও গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আশা রাখি কোন রকম ঝামেলা ছাড়াই উল্লাস, উদ্দীপনার মধ্যে দিয়েই এবারের শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.