ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার।
বুধবার রাতে পৌর শহরের গৌড় নিতাই আশ্রম দুর্গা মন্দির হরিসভা, পোদ্দারপাড়া, গোবিন্দবাড়ি, সেনবাড়ি, কৈবতপাড়া, মাঝিপাড়া, ঠাকুরবাড়ি, কাশারীপাড়া কালীমন্দির, বসাকপাড়া অষ্টমী ঘাটসহ ১৭টি মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বলেছেন ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান।
এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পলাশ বন্দ, গৌড় নিতাই আশ্রম মন্দিরে সাধারণ সম্পাদক দীপক বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.