BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপির থেকে ২৫ নেতাকর্মী জামায়াতে যোগদান

ইসলামপুরে বিএনপির থেকে ২৫ নেতাকর্মী জামায়াতে যোগদান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সুজাউদ্দিন সাদা।

তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।

২৯শে জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালের চর বাজারে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন। এ সময় তার সাথে আরও ২৪ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামানের হাত ধরে সদস্যপদ গ্রহণ করেন সুজাউদ্দিন সাদা।

চরপুটিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু মুসা, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে সুজাউদ্দিন সাদা বলেন- ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশ গঠনের বৃহত্তর লক্ষ্য সামনে রেখেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সংগঠনের নীতি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা চেস্টা করবো। ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মাসুদ রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ