BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

ইসলামপুরে বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেলেন এ. ই. সুলতান মাহমুদ বাবু।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সুলতান মাহমুদ বাবুর হাতে মনোনয়নপত্র তুলে দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পত্রে মনোনয়নপত্রে বিএনপির নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির মনোনীত প্রার্থী।

সুলতান মাহমুদ বাবুর ভোটার নম্বর ৩৯৮৬৮৬৯৮২৮ উল্লেখ্য রয়েছে।

দলীয় সূত্র জানায়, জামালপুর-২ আসনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয়তা বাড়িয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতিও চলছে। এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে ইসলামপুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়ন পত্র হাতে পেয়ে প্রার্থী সুলতান মাহমুদ বাবু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “দল যে আস্থা আমার ওপর রেখেছে, সেটা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনীতি ও কর্মসূচি নিয়ে আমি মাঠে থাকব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ