ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ইসলামপুরের বেলগাছা, চিনাডুলী,পার্থশী ইউনিয়নে বন্যা কবলিত এলাকা পরির্দশন করে জনপ্রতি ১০কেজি করে ত্রাণের চাল বিতরণ করেছেন।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা জানায়, এরইমধ্যে বন্যা কবলিতদের জন্য কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, সদর ও পার্থশী ইউনিয়নে মাঝে ১৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
পিআইও মেহেদী হাসান টিটু জানান, আরো ৩৫ মেট্রিক টন চাল ও ১লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।সরকারি হিসাবে বন্যায় উপজেলার ৭ হাজার ৫শত পরিবারের মানুষ পানিবন্দী রয়েছে।
যমুনার পানি এখনো বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিতে হচ্ছে। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। এরইমধ্যে গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাঁচটি ঘরসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.