ইসলামপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৭ জন উপকার ভোগীদের সেলাই মেশিন ও তিন জনকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যেমে নগদ ২হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল।
অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামান আব্দুন নাছের চৌধুরী চার্লেস,সদর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.