ইসলামপুরে বঙ্গবন্ধু’র ১০১তম জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যাুড়ালে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
উপজেলা আওয়ামী লীগ আয়োজনে এক আনন্দ র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,পৌর মেয়র আঃ কাদের শেখ প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যদিকে গোয়ালের চর ইউনিয়ন আওয়ালী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ফরিদুল হক খান দুলাল ”ত্তরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু। সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা যুবলীগ সা.সম্পাদক আক্রামুজ্জামান হিরু,চেয়ারম্যান হারুনুর রশিদ,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল ১৯২০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার। মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ‘জন্মবার্ষিকী’।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.