BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মলমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, মলমগঞ্জ বাজার এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯) সহ অজ্ঞাত আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান।

জানাগেছে, বুধবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম ফরহাদ খানের কর্মী সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌছে দেয়।

আসার পথে উপজেলার মলমগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সাগর ফারাজী (২২) লিখন (২৫) লিমন (২৪) পিয়াস ও শুভর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা পিয়াস ও শুভর উপরে হামলা চালায়। এতে ফরহাদ গ্রুপেরই ৪ জন আহত হয়। আহতদের মধ্যে শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পিয়াসের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, আমার কোন লোক ওখানে যায়নি। যদি আমার কোন লোক এমন কাজ করে থাকে তাহলে তাদের উপযুক্ত বিচার করা হবে।

এ বিষয়ে ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান বলেন, সংঘর্ষে ৪ জন আহত হয়েছে শুনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?