ইসলামপুরে প্রধান শিক্ষকের দূর্নীতি ও প্রতিষ্ঠাতা সভাপতি উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে ভূক্তভোগি ও এলাকাবাসী।
রবিবার দুপুরে ১৯ মার্চ ২০২৩ জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয় সড়কে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন।
এসময় পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর ইসলামের দুর্নীতিবাজ ও অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জয়নাল আবেদীন গংদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও বিদ্যালয়ের সুষ্ঠ পাঠদানের দাবী জানান।
এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো:জয়নাল আবেদীন, মো: রিয়াদ হোসেন, মমতাজ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন জমিদান করে প্রতিনিয়তই অবমুল্যায়িতসহ শিক্ষক কর্তৃক মিথ্যা মামলায় হয়রানী হচ্ছি। তাহলে কি জমি দান করে প্রতিষ্ঠান তৈরি করাই কি অপরাধ। তারা প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.