ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ দূর্গোৎসব শারদীয় দূর্গা পুজা। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে উৎসব মুখর পরিবেশে ৫দিন ব্যাপী পূজা উৎসব অনুষ্ঠিত হয়।
আজ স্বামীর বাড়ি ফিরবেন দেবী দুর্গা।
মাকে বিদায় জানানোর জন্য বৃহস্পতিবার (২ অক্টোবর) মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা।
ঢাকের বাদ্যের সঙ্গে মন্ত্রপাঠে আনন্দময়ীকে অঞ্জলি দেয় ভক্তরা ঢাক-ঢোলের তালে, গান-বাজনার বর্ণিল সুরে আনন্দ শোভাযাত্রা বের হয়।
বৃষ্টিতে ভিজে দেবীর ভক্তরা হেঁটে, আবার কেউ ভ্যান ও রিক্সা যোগে প্রতিমা নিয়ে যান নদ-নদীর ঘাটে।
সন্ধ্যায় ফকিরপাড়া পাইলিং ঘাট ও পাথরঘাটায় ভক্তদের উপস্থিতিতে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমার বিসর্জন দেওয়া হয়।
ধূপ, প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে ভক্তরা আগামী বছরের সুখ-শান্তি কামনা করেন।
এবার ইসলামপুর উপজেলায় ১৯ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.